তিন মাস পর ফের খুলছে সুন্দরবনের দুয়ার

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৩১
তিন মাস বন্ধ থাকার পর আবারো খুলে দেয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। ছবি :বাসস

সাতক্ষীরা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): প্রাণ-প্রকৃতি রক্ষায় টানা তিন মাস বন্ধ থাকার পর আবারো খুলে দেয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হবে সুন্দরবন। 

তাই শেষ মুহূর্তে জাল, নৌকা ও পর্যটকবাহী ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালী ও পর্যটন ব্যবসায়ীরা। বর্তমানে দম ছাড়ার সময় নেই যেন তাদের।

বুড়িগোয়ালিনী এলাকার ট্রলার মালিক নূর ইসলাম জানান, টানা তিন মাস তার ট্রলারটি পড়ে থাকার কারণে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এ জন্য সমিতি থেকে ঋণ নিয়ে তিনি সেটি মেরামত করছেন

তিনি আরও জানান, ৩ মাস সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ঋণের বোঝা টানতে হবে। সুন্দবনে যাওয়ার পাসপারমিট ছাড়ার পর টাকা আয় করে তা দিয়ে সমিতির ঋণের টাকা শোধ করবেন বলে জানান। এ সময় ঋণ পরিশোধ করে পরিবার চালাতে বেশ কষ্ট হবে।

দাতিনখালি গ্রামের জেলে জাহাঙ্গীর সানা জানান, সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ থাকায় গত তিন মাস বেশ কষ্টে কেটেছে। সুদ করে টাকা নিয়ে সংসার চালাতে হয়েছে। এখন পরিশোধের পালা।

সুন্দবনের উপর নির্ভরশীল একাধিক জেলে জানান, সুন্দরবনের ১০০ ভাগের মধ্যে ৫২ ভাগ অভয়ারণ্য। খোলা আছে আছে ৪৮ ভাগ। বাকিটা উন্মুক্ত করতে হবে। কারণ সুন্দরবনের যে জায়গাগুলো উন্মুক্ত সেখানে দুই থেকে তিন হাজার জেলে-বাওয়ালী মাছ ও কাঁকড়া আহরণ করে। এ জন্য চালান উঠানো দায় হয়ে যায়।

তারা আরো বলেন, টানা ৩ মাস সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকে। কিন্তু এই সময়ে কিছু অসাধু চক্র বিষ দিয়ে মাছ শিকার এবং ফাঁদ পেতে হরিণ শিকার করে। যার বেশির ভাগই অভয়ারণ্যে ঘটে থাকে। কিন্তু বনবিভাগের নজর নেই সেদিকে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ১ সেপ্টেম্বর থেকে জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এরই মধ্যে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনে মোট ২ হাজার ৯৭০ টি পাসপারমিট নবায়ন করা হয়েছে। নবায়নকৃতরা রাজস্ব দিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে : সালাহউদ্দিন আহমেদের আশাবাদ
ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কে রপ্তানি আদেশ বাংলাদেশে স্থানান্তরিত হবে : বিশেষজ্ঞরা
গুমের অভিযোগগুলো তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে : আইন উপদেষ্টা 
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে : অন্তর্বর্তী সরকারের বিবৃতি
শাবিপ্রবিতে এমএসসি ইন ডেটা সায়েন্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২ হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
চট্টগ্রামে জাপা নেতাদের গ্রেফতারের দাবিতে সিএমপি ঘেরাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি ক্যারিয়ার ইনসাইটস সেমিনার অনুষ্ঠিত
মানবাধিকার শেখানো মানুষেরাই গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে
১০