সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৩:৫৩
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।   ছবি:বাসস

সাতক্ষীরা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার এবং হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালী থেকে ৫২ বোতল ভারতীয় মদ, ভোমরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদরের লক্ষীদাড়ি থেকে ৫ বোতল ফেন্সিডিল, ঝাউডাঙ্গা বিওপির আভিযানিক দল সদর থানাধীন গোবিন্দকাটি থেকে ভারতীয় ওষুধ জব্দ করেছে। 

বৈকারী বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন কাপালিপাড়া থেকে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির আভিযানিক দল সদরের ভাদিয়ালী থেকে ওষুধ, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়ার গেড়াখালী থেকে ওষুধ ও শাড়ি জব্দ করেছে। 

এছাড়া বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল সদর থানাধীন চেকপোস্ট এলাকা থেকে ওষুধ, চান্দুরড়য়া বিওপির আভিযানিক দল কলারোয়ার গোয়ালপাড়া থেকে ওষুধ, তলুইগাছা বিওপির আভিযানিক দল চৌরঙ্গী মাঠ থেকে, পদ্মশাখরা বিওপির আভিযানিক দল সদরের আমবাগান থেকে এবং হিজলদী বিওপির আভিযানিক দল কলারোয়ার শিশুতলা থেকে ওষুধ জব্দ করেছে।

জব্দকৃত মালামালের বাজার মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে ধ্বংস করতে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

সাতক্ষীরা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার এবং হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালী থেকে ৫২ বোতল ভারতীয় মদ, ভোমরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদরের লক্ষীদাড়ি থেকে ৫ বোতল ফেন্সিডিল, ঝাউডাঙ্গা বিওপির আভিযানিক দল সদর থানাধীন গোবিন্দকাটি থেকে ভারতীয় ওষুধ জব্দ করেছে। 

বৈকারী বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন কাপালিপাড়া থেকে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির আভিযানিক দল সদরের ভাদিয়ালী থেকে ওষুধ, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়ার গেড়াখালী থেকে ওষুধ ও শাড়ি জব্দ করেছে। 

এছাড়া বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল সদর থানাধীন চেকপোস্ট এলাকা থেকে ওষুধ, চান্দুরড়য়া বিওপির আভিযানিক দল কলারোয়ার গোয়ালপাড়া থেকে ওষুধ, তলুইগাছা বিওপির আভিযানিক দল চৌরঙ্গী মাঠ থেকে, পদ্মশাখরা বিওপির আভিযানিক দল সদরের আমবাগান থেকে এবং হিজলদী বিওপির আভিযানিক দল কলারোয়ার শিশুতলা থেকে ওষুধ জব্দ করেছে।

জব্দকৃত মালামালের বাজার মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে ধ্বংস করতে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ইসলামী আন্দোলন
বাংলাদেশকে ১৩৭ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবলু গ্রেফতার
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২০ থানায় নতুন আহ্বায়ক কমিটি 
যেখানে যত বেশি নিয়ন্ত্রণ, সেখানে তত বেশি দুর্নীতি : আমির খসরু 
নরসিংদীতে কারাগার থেকে পলাতক আসামী গ্রেফতার
বদলে গেল এশিয়া কাপের ম্যাচের সময়
দেশের চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি : পরিকল্পনা উপদেষ্টা
সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব : পরিবেশ উপদেষ্টা
১০