ঢাকা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস) : এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আসন্ন এশিয়া কাপের ম্যাচের সময় কিছুটা পরিবর্তণ করেছে। আবহাওয়া পরিস্থিতি ও সমর্থকদের সুবিধার কথা বিবেচনা করে আগের সময় থেকে আধা ঘন্টা পিছিয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এসিসি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচগুলো পরিবর্তিত সূচী অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে আটটায় শুরু হবে। আগের সূচীতে সন্ধ্যা ৬.০০টায় ম্যাচ শুরুর কথা ছিল।
শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর একই দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আবু ধাবীতে প্রথম ম্যাচটি স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে, মুখোমুখি হবে স্বাগতিক আরব আমিরাত ও ওমান। পরের ম্যাচটি দুবাইয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে হংকং।
এসিসির বিবৃতিতে বলা হয়েছে কন্ডিশন বিবেচনায় পরিবর্তিত সময় খেলোয়াড় ও সমর্থক উভয়ের জন্যই সুবিধাজনক হয়েছে।
টি২০ ফর্মেটের এবারের আসরে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ-এ’তে রয়েছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ-বি’তে রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
আট দলের এই টুর্নামেন্ট ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। উদ্বোধনী ম্যাচে আবু ধাবীতে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
এশিয়া কাপে সূচী :
৯ সেপ্টেম্বর : আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর : ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত
১১ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলংকা
১৪ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর : সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান
১৫ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
১৮ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর : ভারত বনাম ওমান
সুপার ফোর পর্ব :
২০ সেপ্টেম্বর : বি১ বনাম বি২
২১ সেপ্টেম্বর : এ১ বনাম এ২
২৩ সেপ্টেম্বর : এ২ বনাম বি১
২৪ সেপ্টেম্বর : এ১ বনাম বি২
২৫ সেপ্টেম্বর : এ২ বনাম বি২
২৬ সেপ্টেম্বর : এ১ বনাম বি১