ঢাকা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস) : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয়ের জন্য ১৩৭ রানের টার্গেট দিয়েছে সফরকারী নেদারল্যান্ডস। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে ডাচরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৩ ওভারে ২৫ রান তুলে নেদারল্যান্ডসকে ভাল সূচনা এনে দেন দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড এবং বিক্রমজিত সিং।
চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই প্রথম ডেলিভারিতেই নেদারল্যান্ডসের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। শর্ট কাভারে জাকের আলীকে ক্যাচ দেন ৩টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৩ রান করা ও’ডাউড।
তাসকিনের হাত ধরেই দ্বিতীয় উইকেট শিকারে আনন্দে মাতে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে দ্বিতীয়বারের মত বল করতে এসে আবারও প্রথম ডেলিভারিতে উইকেট তুলে নেন তাসকিন। ১১ বলে ৪ রান করা বিক্রমজিতকে সাজঘরের পথ দেখান তিনি।
৩৮ রানে ২ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন তেজা নিদামানুরু ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তৃতীয় উইকেটে ১৫ বলে ২৩ রানও যোগ করেন তারা। দশম ওভারে প্রথমবারের মত বোলিংয়ে এসে জোড়া উইকেট তুলে নেন অফ-স্পিনার সাইফ হাসান।
এডওয়ার্ডস ৭ বলে ১২ এবং নিদারামানু ২৬ বলে ২৬ রান করে সাইফের শিকার হন। এডওয়ার্ডসকে শিকার করে ৬ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম উইকেটের দেখা পান সাইফ।
সাইফের জোড়া আঘাতের পর নেদারল্যান্ডসকে চেপে ধরেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন। ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট শিকার করেন তারা। শারিজ আহমাদকে ১৫ রানে মুস্তাফিজ এবং নোয়া ক্রোয়েসকে ১১ ও কাইল ক্লেইনকে ৯ রানে বিদায় দেন তাসকিন।
তাসকিনের ৪ উইকেট শিকারে ১৮তম ওভারে ১০৯ রানে ৭ ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। অষ্টম উইকেটে টিম প্রিঙ্গেল ও আরিয়ান দত্তর ১৫ বলে ২৭ রানের জুটিতে সম্মানজনক সংগ্রহ পায় ডাচরা। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। প্রিঙ্গেল ১৬ ও আরিয়ান অপরাজিত ১৩ রান করেন।
তাসকিন ২৮ রানে ৪ উইকেট নেন। এছাড়া সাইফ ২টি ও মুস্তাফিজ ১ উইকেট শিকার করেন।