দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পুনরায় পাথর উত্তোলন শুরু

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ আপডেট: : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪
মধ্যপাড়া শিলা খনি থেকে পুনরায় পাথর উত্তোলন । ছবি :বাসস

দিনাজপুর, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়েছে। বিস্ফোরকের অভাবে ৪ দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার মধ্যরাতে পুনরায় পাথর উত্তোলন শুরু করা হয়।

দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনির মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ওবাইদুল্লাহ আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মঙ্গলবার রাত ১২ টার পর থেকে  মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির তত্ত্বাবধানে খনি থেকে পুনরায় পাথর উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি জানান, খনি থেকে পাথর উত্তোলনের কাজে অ্যামোনিয়াম নাইট্রেটসহ বেশ কিছু বিস্ফোরকের প্রয়োজন হয়। এর মধ্যে একটি বিস্ফোরক না থাকায় গত ২৮ আগস্ট থেকে খনির পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার বিকেলে খনি থেকে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত এই বিস্ফোরক খনিতে এসে পৌঁছেছে। এর পরপরই পুনরায় পাথর উত্তোলন করতে খনির ভূগর্ভে কার্যক্রম শুরু হয়। আজ মঙ্গলবার রাত সাড়ে ১২'টা থেকে পুরো দমে পাথর উত্তোলন শুরু করা হয়েছে। এখন থেকে পাথর উত্তোলন কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র জানায়, খনি থেকে পাথর উত্তোলন করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। চুক্তি অনুযায়ী, পাথর উত্তোলনের জন্য যাবতীয় যন্ত্রপাতি ও বিস্ফোরকের জোগান দেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি কর্তৃপক্ষ। আগের ধারাবাহিকতা বজায় রেখে দিনের ৩ টি শিফটে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে খনি কর্তৃপক্ষ আশা করছে।

উল্লেখ্য, উৎপাদন ও উন্নয়ন কাজে ব্যবহৃত বিস্ফোরক সংকটের কারণে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে এর আগে গত ২০২২ সালের মে মাসে পাথর উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে বিস্ফোরকের অভাবে গত ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালের জুন মাসে সাত দিন ও ২০২২ সালের মার্চ মাসে ১৪ দিন পাথর উত্তোলন বন্ধ ছিল।

সূত্রটি জানায়, এখন পর্যন্ত মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন চলমান রয়েছে। এখানকার উত্তোলিত পাথর অধিক মূল্যবান এবং টেকসই। অগ্রাধিকার ভিত্তিতে সরকার মধ্যপাড়া খনির পাথর দেশের উন্নয়ন কাজে রাস্তা, ব্রিজ ও ভারী ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা যুদ্ধে ২১ হাজার শিশু প্রতিবন্ধী : জাতিসংঘ কমিটি
ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছেন’: হার্ভার্ডের সাবেক সভাপতি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষিকার মৃত্যু
উপদেষ্টা পরিষদের সভায় ৩ নীতিমালার খসড়া অনুমোদন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুম গ্রেফতার
ট্র্যাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা চলছে
হুথিদের ওপর বাইবেলের আজাব চাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ইসরাইলের
পরিবেশ উপদেষ্টার মন্তব্য বিকৃত করে নকল ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা টুকু, মীর নাসির ও মীর হেলাল
যশোরে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক
১০