রাঙ্গামাটি,৪ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙ্গামাটি শহীদ আব্দুল আলী একাডেমির আয়োজনে স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আছমা, শহীদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শহীদ আব্দুল আলী একাডেমির অভিভাবক সদস্য জসীম উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মৈত্রী রায় সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
সভায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।
এছাড়া, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের সামগ্রিক বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়েও আলোচনা করেন বক্তারা।