ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ন্যাটো প্রধান মার্ক রুট বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি হলে, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে পশ্চিমা শক্তিগুলো দেশটিতে সৈন্য মোতায়ন করতে পারবে কি-না, সে বিষয়ে রাশিয়ার ভেটো ক্ষমতা নেই।
প্রাগ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রুট বলেন, ‘ইউক্রেনে সৈন্য মোতায়েনের বিষয়ে রাশিয়া কী ভাবছে, তা নিয়ে আমরা কেন আগ্রহী? এটি একটি সার্বভৌম দেশ। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের নয়।’
ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে তথাকথিত ইচ্ছুক জোটের নেতারা বৃহস্পতিবারের শেষের দিকে পরিকল্পিত নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখার জন্য আলোচনায় বসবেন।