ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : থাই রাজকীয় কর্মকর্তারা সংসদ ভেঙে দেওয়ার জন্য ক্ষমতাসীন দলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েচেন। এর ফলে তার উত্তরসূরি নির্বাচনে ভোটের পথ পরিষ্কার হয়েছে।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত শুক্রবার সাংবিধানিক আদালত নীতি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করলে থাইল্যান্ডের শীর্ষ পদে শূন্যতা সৃষ্টি হয়।
বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি জোট সমর্থিত আনুতিন চার্নভিরাকুলকে শীর্ষ পদে বসানোর জন্য আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ভোটাভুটির সময় নির্ধারণ করা হয়েছে।
তবে পেতংতার্নের ফিউ থাই পার্টি এখনো ক্ষমতা ধরে রাখতে আগামীকালের ভোট আটকানোর চেষ্টা করছে।