এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪
টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ছবি: বাসস

টাঙ্গাইল, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

সোমবার বিকেলে সদর উপজেলা ছিলিমপুর ইউনিয়নের এলেংজানী নদীতে বরুহা বাসীর উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রামবাংলার ঐতিহ্য এই নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দুই ধারে প্রায় ৩০ হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয়। ছিলিমপুর ইউনিয়নের বরুহা এলেংজানী নদীর এই প্রতিযোগিতা বিকেল তিনটায় শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। নৌকাবাইচ উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণরা দুপুর থেকে নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেন।  

নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় তিনি বলেন,  নৌকাবাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। নৌকাবাইচ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত এক অবিচ্ছেদ্য উৎসব। এই আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। 

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভিসহ অন্যান্য পুরস্কার তুলে দেন। 

এ সময় ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. গোলাম মাওলা সহ বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের ইউএএফ-এ সার্ক এগ্রিকালচার সেন্টারের বুক কর্নার উদ্বোধন
এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন: ইসি সচিব
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীমের ওপর হামলার মিথ্যা ভিডিও শনাক্ত : বাংলাফ্যাক্ট
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে: শিল্প উপদেষ্টা
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
ফেনীতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শিক্ষার্থী হত্যাচেষ্টা: সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুকিম রিমান্ডে
অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র: সাবেক সচিব শফিকুল ইসলাম কারাগারে
ট্রাম্পের কালো তালিকা ‘প্রত্যাখ্যান’ চীনের
১০