লালমনিরহাট, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : লালমনিরহাটের পাটগ্রামে নদীতে গোসল করতে নেমে শহীদ মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শহীদ মিয়ার বাড়ি আদিতমারী উপজেলার শিয়ালখোওয়া গ্রামের বকশীটারী এলাকায়। তার বাবার নাম ফয়জার রহমান। শহীদ স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মিয়া তার নানা জহির আলীর বাড়িতে বেড়াতে গিয়ে কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে ধরলা নদীর খালে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে ডুবে যায় শহীদ। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।