টাঙ্গাইল, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ঘাটাইল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ১০টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ফলজ ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।
এ সময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।