ফরিদপুর, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দুর্গাপূজাকে ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল। তিনি বলেছেন, পূজাকে ঘিরে কোনো ধরনের গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসপি বলেন, মাতাল হয়ে পূজার পরিবেশ বিঘ্নিত করলে তাকেও আইনের আওতায় আনা হবে। এছাড়া পরিবেশ রক্ষায় পূজা চলাকালে সাতদিন মদের দোকান বন্ধ রাখা হবে।
আজ বুধবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মো. আসিফ ইকবাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, শারদীয়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ নিয়োজিত থাকবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, পুলিশের তথ্যে এ বছর জেলার নয় উপজেলায় ৭৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।