ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা আজ বুধবার আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।
এর আগে হংকংয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। তাইওয়ানে রাগাসার আঘাতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।
চীনের ইয়াংজিয়াং শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, আজ স্থানীয় সময় বিকেল ৫টার দিকে গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং শহরের নিকটবর্তী হাইলিং দ্বীপের উপকূলে রাগাসা স্থলভাগে আঘাত হানে।
ইয়াংজিয়াং শহরে এএফপি’র সাংবাদিক দেখেছেন, প্রবল বাতাসে ভবনের সাইনবোর্ড ভেঙে যাচ্ছে, গাছপালা উপড়ে পড়ছে এবং বেড়া ভেঙে যাচ্ছে।
আজ বেশ কয়েক ঘণ্টা ধরে শক্তিশালী ঘূর্ণিঝড়টি শহরের ভবনগুলোকে কাঁপিয়ে দিয়েছে এবং ২০ লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে বৃষ্টিপাতও হয়েছে।
আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় কেন্দ্রভাগে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।