চট্টগ্রাম (দক্ষিণ), ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক চরঘেরা জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর। উদ্ধারকৃত জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীর হালদা মোহনা অঞ্চল থেকে এসব জাল জব্দ করা হয়।
বোয়ালখালী উপজেলা মৎস কর্মকর্তা নাঈম হাসান বলেন, কর্ণফুলী নদীর হালদার মোহন অঞ্চলে অভিযান চালিয়ে ১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসব জালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা হবে।
অভিযানে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম ও মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মো. মোরসালিন, ক্ষেত্র সহকারী আবু মো. নোমান এবং হালদা পাহারাদার সুমন দাস উপস্থিত ছিলেন।