\ সুলতান মাহমুদ \
নড়াইল, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইলে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব। আজ মঙ্গলবার মহাঅষ্টমী। ৫ দিনব্যাপী দুর্গাপূজার তৃতীয় দিনে বিভিন্ন পূজামণ্ডপ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
দুর্গোৎসবকে কেন্দ্র করে আনন্দ ভাগাভাগি করে নিতে শহরের চৌরাস্তা, মহিষখোলা, ভওয়াখালী, রুপগঞ্জ, বাধাঘাট, ভাদুলীডাঙ্গা, গোবরা, সিঙ্গাশোলপুর, তুলারামপুর, লোহাগড়া, দিঘলিয়া, বড়দিয়া, মাহাজন, কালিয়া, মাইজপাড়া, চাঁচুড়িসহ বিভিন্ন এলাকায় সনাতনধর্মালম্বী নারী-পুরুষরা ঘুরে ঘুরে পূজামণ্ডপে যাচ্ছেন।
স্থানীয় প্রশাসন এবং পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, মধ্যরাত পর্যন্ত বিভিন্ন মণ্ডপে নারী-পুরুষরা ভিড় করছেন। জেলা প্রশাসন ও পুলিশ দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ক্রমাগত টহল ও কঠোর নজরদারি রাখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ৫ দিনব্যাপী দুর্গাপূজা ষষ্ঠীর মধ্য দিয়ে গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছে। আগামী ২ অক্টোবর দশমীর রাতে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ অন্ন জানান, চলতি বছর জেলার ৩ উপজেলায় মোট ৫২৪টি মণ্ডপে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। এর মধ্যে নড়াইল পৌরসভায় ৩৮টিসহ সদর উপজেলায় মোট ২৩৯টি মণ্ডপে, লোহাগড়া উপজেলায় ১৪৪টি মণ্ডপে ও কালিয়া উপজেলায় ১৪১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ। জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জোরালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দুর্গাপূজা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক কর্মীরা কাজ করছেন।