ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর হাতিরঝিলের রেড ক্রিসেন্টের সামনে প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল আউয়াল (৬৭) নামে একজন রিকশাচালকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেকে) তিনি মারা যান।
আহত রিকশা চালককে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর জানান, রাতে হাতিরঝিল রেড ক্রিসেন্টের সামনে বেপরোয়া একটি প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মাথায় আঘাত পান ও তার ডান পা ভেঙে যায়। নিহতের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মি গ্রামে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।