ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১২ অক্টোবর থেকে লাহোরে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দলকে যথারীতি নেতৃত্ব দিবেন শান মাসুদ। তবে নতুন মুখ হিসেবে আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজিরকে ডাকা হয়েছে।
এই সফরের মাধ্যমে ১৭ বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। যে কারনে দক্ষিণ আফ্রিকার এই সফরটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে।
এর মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ২০২৫-২৭ এর নতুন চক্র শুরু করতে যাচ্ছে পাকিস্তান।
আগামী ১২-১৬ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ২০-২৪ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
২০২১ সালের জানুয়ারির পর পাকিস্তানে এটি প্রোটিয়াদের প্রথম সফর। সর্বশেষ স্বাগতিক পাকিস্তানের কাছে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল।
টেস্ট ম্যাচের পর দুই দল ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর তিনটি টি২০ ম্যাচ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ রাওয়ালপিন্ডিতে ও বাকি দুই ম্যাচ হবে গাদ্দাফি স্টেডিয়ামে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করবে। ৪-৮ নভেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাকিস্তান স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাজিদ খান, সালমান আলি আঘা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।
সফরসূচী :
১ম টেস্ট : ১২-১৬ অক্টোবর, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২য় টেস্ট : ২০-২৪ অক্টোবর, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
১ম টি২০ : ২৮ অক্টোবর, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
২য় টি২০ : ৩১ অক্টোবর , গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩য় টি২০ : ১ নভেম্বর , গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ম ওয়ানডে : ৪ নভেম্বর, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২য় ওয়ানডে : ৬ নভেম্বর, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
৩য় ওয়ানডে : ৮ নভেম্বর, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ