আবদুস সোবহান গোলাপের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নির্ধারিত ও বর্ধিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপের স্ত্রী মিসেস গুলশান আরা মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট মিসেস গুলশান আরা মিয়ার অর্জিত সম্পদের পরিমাণ, উৎস ও উৎসের যথার্থতা যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। তাকে ১৫ এপ্রিল ২০২৫ তারিখে সম্পদ বিবরণী দাখিলের আদেশ প্রদান করা হয় এবং পরবর্তীতে ১ জুলাই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। পরে তিনি সময় বৃদ্ধির আবেদন করলে তা মঞ্জুর করে আরো ১৫ কার্যদিবস সময় বাড়ানো হয়। তবে বর্ধিত ২১ আগস্টের মধ্যেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

নির্ধারিত ও বর্ধিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
স্কুল হ্যান্ডবলের সেমিফাইনালে সানিডেইল, সেন্ট গ্রেগরী, নারিন্দা ও মুসলিম হাই স্কুল
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে শিগগিরই শুরু হবে সমন্বিত প্রশিক্ষণ কোর্স: তথ্য উপদেষ্টা
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০
প্যারিসে হোটেলের বাইরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ
১০