সিরাজগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ধর্মের লেবাসধারী একটি দল শান্তির ধর্ম ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছে। এমনকি দেশকে অস্থিতিশীল করার জন্য মাঠে নেমে পড়েছে।
আজ মঙ্গলবার সিরাজগঞ্জ পৌর এলাকার ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে ৮টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণে ইসলাম ধর্মকে পরিপূর্ণতা এনে দিয়ে গেছেন এবং তিনি ধর্ম সম্পর্কে বলেছেন, সাবধান! বাড়াবাড়ি করো না, এই বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে বীর উত্তম খেতাব অর্জন করেছেন। বিএনপিই হচ্ছে প্রকৃত স্বাধীনতার চেতনার দল। আর যে দলটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই অপশক্তি কখনই বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি চায় না।
সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ভুইঁয়া সেলিমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আর বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ ও সাব্বির হোসেন ভুইঁয়া সাফি।