বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই অগ্রযাত্রার মূল হাতিয়ার : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩ আপডেট: : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, বর্তমান পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে শুধু প্রথাগত জ্ঞানই যথেষ্ট নয়, বরং বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই আমাদের অগ্রযাত্রার মূল হাতিয়ার।

আজ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, অডিট একটি প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। তবে কার্যকরভাবে অডিট পরিচালনার জন্য শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, পাশাপাশি দক্ষতা ও আধুনিক কৌশলগত জ্ঞানেরও প্রয়োজন হয়। তাই অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন আজকের দিনে সময়োপযোগী।

সিনিয়র সচিব বলেন, ডিজিটাল যুগে অডিট পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো ব্যবহারে দক্ষতা অর্জন করলে অডিট প্রক্রিয়া হবে দ্রুত, নির্ভুল ও ঝুঁকিহীন। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অপরিহার্য। একটা কথা মনে রাখতে হবে দূর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নয়।

তিনি বলেন, অডিট পরিচালনায় দক্ষতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এটি কেবল আর্থিক অনিয়ম প্রতিরোধ করে না, বরং প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তাই যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তি-নির্ভরতা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে অডিট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষ অডিট ব্যবস্থাই টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার সহায়ক শক্তি।

পরে সিনিয়র সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রেকর্ড রুমসমূহের সংস্কার ও মেরামত প্রকল্পে (পিএসসি)র সভায় সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী;  ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), মো. সাইদুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনলাইনে প্রতারণাকারী চক্রের মূল হোতা গ্রেফতার
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ভোলায় ৮০টি পূজামণ্ডপে কোস্টগার্ডের নিরপত্তা জোরদার 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার
ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে ডিএসই’র আজকের লেনদেন
আফগানিস্তানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট : এএফপি 
দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
দুই বছর পর শতবর্ষী মন্দিরে নারীদের উদ্যোগে দুর্গাপূজার আয়োজন
ইসলামাবাদে সার্ক এনার্জি সেন্টারের ১৮তম গভর্নিং বোর্ড সভা অনুষ্ঠিত
বিশ্বকাপ বাছাইপর্বে সার্বিয়ার জরিমানা
১০