ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ওয়াকিটকি সেটসহ দুইজন অস্ত্রধারী দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে র্যাব-২।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র্যাব-২ রাজধানীর হাজারীবাগ থানাধীন বারৈইখালী বাজার এলাকায় একটি বাড়ীতে অভিযান চালিয়ে মো. রবিউল ইসলাম (৩২) ও শরিফুল ইসলাম শান্তকে (২২) গ্রেফতার করে।
র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু আজ এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের তথ্য মতে বাড়িটির ৫ তলার উত্তর পাশের ফ্লাটের পশ্চিম পাশের রুমের তোষকের নিচ থেকে একটি শর্টগান, দু’টি এয়ারগান, তিনটি বিদেশি পিস্তল, চারটি পিস্তলের ম্যাগাজিন, ২০টি খালি খোসা, ১৮০টি ইয়ার বল, ২৫০টি ইয়ার প্লেট, একটি ক্লিনিং কিটসহ ব্যাগ, দু’টি ওয়াকিটকি সেট, একটি চাপাতি, একটি সামুরাই, দু’টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মো. রবিউল ইসলামের বিরুদ্ধে খুলনা সদর থানায় ও রাজধানীর কাফরুল থানায় দু’টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।