শহীদ জিয়াউর রহমানের আদর্শ তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ডা. জাহিদের আহ্বান 

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন। ফাইল ছবি

দিনাজপুর, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন দলের কর্মীদের দেশের জনগণের দোরগোড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি তৃণমূল পর্যায়ের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

ডা. জাহিদ আজ বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাহিদ হোসেন মহিলা দলসহ বিএনপির সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলের ৩১ দফা সংস্কার কর্মসূচি প্রতিটি ঘরে-ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনের আহ্বান জানান।

জনসাধারণের সঙ্গে আন্তরিকভাবে যোগাযোগ করা করে, মতামত শোনে, তাদের সেবা করতে দলীয় সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর ইসলাম মাসুদ দলের তৃণমূল পর্যায়ের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাংগঠনিক ঐক্যের উপর জোর দেন।

সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা মহিলা দলের সভাপতি মনোয়ারা চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০
প্যারিসে হোটেলের বাইরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ
ঋণ জালিয়াতি : এফএএসের ৮ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের রোহিঙ্গা সম্মেলনে যোগদান
নির্বাচন পেছানোর কোনো চক্রান্তে এনসিপি নেই: সারজিস আলম
ভয়েস অব আমেরিকার কর্মীদের গণ ছাঁটাই সাময়িকভাবে স্থগিত 
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকুন: পুলিশ সুপার
ঢাকাসহ ৩ জেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০৭৪ কেজি পলিথিন জব্দ
জার্মানি ও ফ্রান্সে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি
ডিএসসিসি সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
১০