বিএনপি জনগণের ইচ্ছার বাইরে যায়নি, যাবেও না: অনিন্দ্য অমিত

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৫
ছবি : বাসস

যশোর, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি কখনও দেশের জনগণের ইচ্ছার বাইরে যায়নি, আগামীতেও যাবে না।

তিনি বলেন, বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন। আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।

আজ মঙ্গলবার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওলামা মাশায়েখদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ওলামা মাশায়েখদের ভূমিকা ও দেশ পূণর্গঠনে ওলামা মাশায়েখদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।

মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া বক্তব্য দেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের ওলামা মাশায়েখদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল এবং চূড়ান্ত পর্যায়ে আলেম ওলামাদের রক্ত ঝরেছিল। আলেম সমাজের প্রতি বিএনপির এই কৃতজ্ঞতাবোধ রয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল যেখানে আলেম ওলামারা দাড়ি রাখতে, মাথায় টুপি পরতে ভয় পেতেন। 

কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যেভাবে আলেম সমাজকে ইজ্জত সম্মান দিয়েছেন, তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমানও ঠিক একই কাজ করবেন। তার হাত দিয়ে এই বাংলাদেশে কুরআন সুন্নাহবিরোধী কোনো কর্মকাণ্ড হবে না ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে শিগগিরই শুরু হবে সমন্বিত প্রশিক্ষণ কোর্স: তথ্য উপদেষ্টা
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০
প্যারিসে হোটেলের বাইরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ
ঋণ জালিয়াতি : এফএএসের ৮ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের রোহিঙ্গা সম্মেলনে যোগদান
নির্বাচন পেছানোর কোনো চক্রান্তে এনসিপি নেই: সারজিস আলম
ভয়েস অব আমেরিকার কর্মীদের গণ ছাঁটাই সাময়িকভাবে স্থগিত 
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকুন: পুলিশ সুপার
ঢাকাসহ ৩ জেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০৭৪ কেজি পলিথিন জব্দ
জার্মানি ও ফ্রান্সে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি
১০