দুর্গোৎসব আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ : আমীর খসরু

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০
ছবি : বাসস

চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এ উৎসব যেভাবে বলা হয় সার্বজনীন, আসলে সেটি কেবল সার্বজনীন না, বরং আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের নাগরিকদের মধ্যে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ইতিহাস নির্বিশেষে সবাই সংবিধান অনুযায়ী সমান নাগরিক। তাই সংখ্যালঘু বলে কিছু নেই। যদি সংবিধান আপনাকে সমান অধিকার দেয়, তাহলে সংখ্যালঘু ধারণা সাংঘর্ষিক। এটা হতে পারে না। আমাদের সকলকে এটি মাথায় রাখতে হবে।

শৈশবের স্মৃতিচারণ করে আমীর খসরু বলেন, আমরা যখন ছোট ছিলাম, তখন এত মণ্ডপ ছিল না। মহানগরে সীমিত কিছু মণ্ডপ ছিল। আমার বাড়ি কাট্টলী, সেখান থেকে কৈবল্যধাম ছিল আমাদের কাছের মণ্ডপ। আমরা সেখানে যেতাম এবং বিভিন্ন উৎসবে যোগ দিতাম।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আমরা সকলে সমানভাবে আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করবো। ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালন করবো, এটাই আমার অঙ্গীকার। বিভিন্ন ধর্মের উৎসবে সকলে যেন অংশ নিতে পারি, সেই চর্চা গড়ে তুলতে হবে। অতীতের ভুলত্রুটি নিয়ে মাথা ঘামানোর চেয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দিকে মনোযোগী হতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাহাড়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা আয়োজন নিয়ে তিনি বলেন, আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, কারও নাগরিক অধিকার হরণ করার অধিকার আমাদের নেই। সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, কারো বেশি বা কম নয়। দেশ পরিচালনায় ও দৈনন্দিন জীবনেও এটি মাথায় রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু।

এর আগে তিনি নগরীর শুলকবহর ওয়ার্ডের ২ নম্বর গেইট আদর্শ পাড়া মুরাদপুর মন্দির, লালখান বাজার হাইওয়ে মোড় পূজা মণ্ডপ ও ১৩ নম্বর ওয়ার্ড হাসপাতালের পাশে লোক সেড গেট পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০
প্যারিসে হোটেলের বাইরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ
ঋণ জালিয়াতি : এফএএসের ৮ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের রোহিঙ্গা সম্মেলনে যোগদান
নির্বাচন পেছানোর কোনো চক্রান্তে এনসিপি নেই: সারজিস আলম
ভয়েস অব আমেরিকার কর্মীদের গণ ছাঁটাই সাময়িকভাবে স্থগিত 
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকুন: পুলিশ সুপার
ঢাকাসহ ৩ জেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০৭৪ কেজি পলিথিন জব্দ
জার্মানি ও ফ্রান্সে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি
ডিএসসিসি সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
১০