ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সের লেকে মাছের পোনা ছাড়বে ‘আমরা বিএনপি পরিবার’।
শহীদ জিয়ার মাজার কমপ্লেক্স লেকে আগামীকাল বেলা ১২টায় মাছের পোনা অবমুক্ত করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সের লেকে মাছের পোনা ছাড়বে ‘আমরা বিএনপি পরিবার’।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিবসহ অন্যান্য সদস্যবৃন্দ এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন আজ এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানান সদস্য সচিব।