ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৪:১৯

ঝিনাইদহ, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহের সদর ও শৈলকুপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে সদর উপজেলার আড়মুখি ও শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

মৃতরা হলেন-সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকুপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির ফিরছিলেন তিনি। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
অন্যদিকে, শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ সকালে মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

বজ্রপাতের ঘটনায় সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আড়মুখী গ্রামে বজ্রপাতে শিমুল বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় পরিবারের লোকজন মরদেহ হাসপাতালে নিয়ে আসেনি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, শেখড়া গ্রামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী কৃষকের স্বজনরা থানায় পৌঁছানোর পরে বিস্তারিত জানাতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে নিরাপদ মাছ উৎপাদন বিষয়ক সেমিনার 
নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৪২
কুমিল্লায় নতুন প্রকল্প নিয়ে ডিসির মতবিনিময়
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
আগামীকাল বিসিবির নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সাতক্ষীরায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা 
সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেফতার
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা 
ধলেশ্বরীতে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার
রাজধানীতে সেনাবাহিনী-র‌্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ১৭ জন গ্রেফতার
১০