প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০০:৪১

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (বাসস) : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। দেশের হয়ে ৬টি টেস্ট ও ১৪টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪৫ ম্যাচে ৫২৫০ রান ও ৬৯ উইকেট শিকার করেছেন সাইফ। 

দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। আগের ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন টাইগারদের জার্সিতে ১১টি টেস্ট ও ৫১টি টি-টোয়েন্টি খেলা সোহান। 

ইনজুরির কারণে ওয়ানডে দলেও সুযোগ হয়নি উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসের। লিটনের সাথে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। 

আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা। আজ রাতেই আবু ধাবিতে দলের সাথে যোগ দেবেন তারা। 

আবু ধাবিতে আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০