চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০০:১২ আপডেট: : ০৪ অক্টোবর ২০২৫, ০০:২০
ছবি : বাসস

চাঁদপুর, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী। 

একই সঙ্গে ফেসবুকে বিতর্কিত ছবি শেয়ারকে কেন্দ্র করে আলোচিত গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে সংঘর্ষের পর রাতে জেলা জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়।

জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, ফেসবুকে অসাবধানতাবশত ছবি শেয়ার হওয়ায় ইউনিয়ন সভাপতি দুঃখ প্রকাশ করেছিলেন। এরপরও সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

এদিকে জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী জানিয়েছেন, ফেসবুক বিতর্কের ঘটনায় মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে সকালে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে ফেসবুকে একটি ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি
ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
বাণিজ্য বিরোধের মধ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১০