ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : নেপালে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার একজন দুর্যোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মাহাতো বলেন, এখন পর্যন্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪২ জন মারা গেছে এবং আরো পাঁচজন নিখোঁজ রয়েছে।