মাগুরা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক ও প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন২০২৫’ বিষয়ক দিনব্যাপী জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের জেলা সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার পাভেল দাস।
প্রধান অতিথি আব্দুল কাদের বলেন, “টাইফয়েড এখন দেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। তাই গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা টিকাদান কার্যক্রম সফল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা সিভিল সার্জন জানান, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে জেলাজুড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা চলবে এক মাসব্যাপী। তিনি বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোরদের এই টিকা দেওয়া হবে। ইতোমধ্যেই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, টিকা সংরক্ষণ ও প্রচারণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার বলেন, গণমাধ্যম সমাজের আয়না হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদকর্মীরা যদি টাইফয়েড টিকাদান নিয়ে ইতিবাচক সংবাদ প্রচার করেন, তবে মানুষ এতে উৎসাহিত হবে। সকলের সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত‘টাইফয়েডমুক্ত মাগুরা’।
দিনব্যাপী কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে মতবিনিময়, প্রশ্নোত্তর পর্ব ও তথ্যপুস্তিকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ।