ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ বুধবার রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে এই দুটি নতুন ফাঁড়ি ভবনের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর ডিএমপি কমিশনার ফাঁড়ি ভবনের ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জিল্লুর রহমানসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকতাগণ।