অজয় কর খোকন ও শফিকুল জামান রুবেল ৩ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৪০

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের মুলাদী থানা শাখার সহ-সভাপতি শফিকুল জামান রুবেলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর গুলশান থেকে গত ৩ অক্টোবর শফিকুল জামান রুবেলকে এবং গত ২৩ সেপ্টেম্বর রাতে অজয় কর খোকনকে গ্রেফতার করে। পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল রাজধানীর গুলশানের জব্বার টাওয়ারের পাশে বাস্তার উপর অজ্ঞাতনামা ৩০/৩৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য, তাদের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতাগণ সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হয়। ওই সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে দেশ বিরোধী স্লোগান দিতে থাকেন। 

ওই ঘটনার দিনই রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এক্সপো’ শুরু বৃহস্পতিবার
খেলোয়াড়দের আগ্রহ এবং কল্যাণকে অগ্রাধিকার দেয় সিসিডিএম
আইএমএফ আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
আলোকচিত্রী শহিদুল আলম ইসরাইলে আটক হওয়ায় রিজভীর উদ্বেগ 
১০