গাড়িতে হামলায় অক্ষত ইকুয়েডরের প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:১৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া’র গাড়িতে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপের পরেও তিনি অক্ষত রয়েছেন। মঙ্গলবারের ঘটনায় দেশটির একজন মন্ত্রী এর আগে দাবি করেছেন, সেখানে গুলির শব্দও শোনা গেছে।

কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইকুয়েডরের মধ্যাঞ্চলে একটি পানি শোধনাগার উদ্বোধন করতে গেলে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয়।

দেশটির পরিবেশমন্ত্রী ইনেস মানজানো বলেন, প্রায় ৫০০ বিক্ষোভকারী তার গাড়িতে পাথর ছুঁড়েছিল এবং প্রেসিডেন্টের গাড়িতে গুলির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

সরকারের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রেখে গায়ে পতাকা জড়িয়ে আছে। এসময় তারা বড় আকারের পাথর ও ইট নিক্ষেপ করছে। প্রেসিডেন্টের গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করার আগমুহূর্তে জানালা ভেঙে যায়।

আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্টের গাড়িতে গুলি চালানোর বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০