ট্রাম্প না পেলে কে পাবে নোবেল শান্তি পুরস্কার!

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:১৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন না, এটা প্রায় নিশ্চিত। পুরস্কারটি জেতার জন্য যতই তিনি মরিয়া হন না কেন?

এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কে পাবেন এবার?

অসলোর স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (গ্রিনিচ সময় ০৯:০০) নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এই উত্তেজনার অবসান ঘটবে।

২০২৪ সালে বিশ্বব্যাপী যতগুলো রাষ্ট্র সশস্ত্র সংঘাতে জড়িয়েছে, যা এরআগে কখনো হয়নি। বিশেষ করে ১৯৪৬ সালে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় গ্লোবাল কনফ্লিক্ট ডেটাবেস শুরু করার পর।

ট্রাম্প বারবার দাবী করে আসছেন, ‘আটটি সংঘাত সমাধান’ করার জন্য তিনি মর্যাদাপূর্ণ এই পুরস্কারটির যোগ্য। 
কিন্তু বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন, কমিটি তাকে এই বছরও পুরস্কারের জন্য নির্বাচন করবে না।

সুইডিশ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পিটার ওয়ালেনস্টিন এএফপি’কে বলেন, ‘না, এই বছর ট্রাম্প নয়। তবে হয়তো আগামী বছর? কারণ, তখন গাজার সংকটে তার বিতর্কিত ভূমিকার মত বিষয়গুলো ঢাকা পড়ে যাবে।’

ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রতিনিধি’ দাবি করলেও এটিকে অনেকেই অতিরঞ্জিত বলে মনে করেন। একই সঙ্গে তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

অসলোর পিচ রিসার্স ইনস্টিটিউট প্রধান নিনা গ্র্যাগার বলেন, আমরা দেখেছি গাজায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ছাড়া অনান্য ক্ষেত্রেও তার নীতি শান্তিতে নোবেল প্রাপ্তির বিপরীত। যেমন আন্তর্জাতিক সহযোগিতা, জাতির সৌহার্দ্য এবং নিরস্ত্রীকরণ প্রচার বিষয়ে।

গ্র্যাগারের মতে, ট্রাম্পের এমন কার্যক্রমের তালিকা দীর্ঘ। তিনি আন্তর্জাতিক সংস্থা এবং বহুপাক্ষিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন, মিত্র-শত্রু সবার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ চালিয়েছেন। গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন, ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে আক্রমণ করেছেন।

কমিটির প্রধান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, পুরস্কার দেওয়ার সময় আমরা সম্পূর্ণ চিত্র বিবেচনা করি। প্রতিষ্ঠান বা ব্যক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা প্রথমেই দেখি তারা শান্তির জন্য বাস্তবে কী কাজ করেছেন।

এই বছর শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন।  গত বছর এই পুরস্কার পায় জাপানের পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া নাগরিকদের সংগঠন ‘নিহন হিদানক্যো’।

এই বছর সেরকম নিশ্চিত কোন ফেভারিট প্রার্থী না থাকায় অসলোতে কয়েকটি নাম ঘুরছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল, সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুম, যেটি যুদ্ধ ও ক্ষুধার্ত মানুষদের সহায়তা করতে জীবন ঝুঁকিতে ফেলা স্বেচ্ছাসেবী সংগঠন।  ক্রিমিয়ার সমালোচক আলেক্সেই নাভালনির বিধবা ইউলিয়া নাভালনাও এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবাধিকার বিষয়ক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা।

নরওয়েজিয়ান আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের পরিচালক হালভার্ড লেইরা বলেন, নোবেল কমিটি সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা শান্তির মূল ধারণার কাছাকাছি। এরমধ্যে মানবাধিকার, গণতন্ত্র, সংবাদপত্র এবং নারী স্বাধীনতার বিষয়গুলো প্রধান। 

তার ধারণা, সম্ভবত এই বছর তুলনামূলক কম বিতর্কিত প্রার্থী বেছে নেওয়া হতে পারে।

হালভার্ড লেইরা বলেন, কমিটি ট্রাম্পের চ্যালেঞ্জের মুখে বিশ্বব্যবস্থার প্রতি প্রতিশ্রুতি দেখাতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বা ফিলিস্তিনের সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএ-কে পুরস্কার দিতে পারে।

এছাড়াও আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক অপরাধ আদালতকেও পুরস্কার দেওয়া হতে পারে। সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় বিশ্বব্যাপী কাজ করা ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস অথবা রিপোর্টার্স উইদাউট বর্ডারস’-কেও সম্মাননা জানাতে পারে।

আবার কমিটি চাইলে আগের মতো একেবারে অপ্রত্যাশিত বিজয়ীও বেছে নিতে পারে বলেও মন্তব্য করেন লেইরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে হেলালুজ্জামান লালুর বক্তব্য ব্যক্তিগত
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা 
কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন 
শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ওয়ানডে অভিষেক সাইফের
এখন আর কোন দল আমাদের হালকাভাবে নেবে না : ফাহিমা
সুনামগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 
হবিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ
১০