দিনাজপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় সংখ্যালঘুসহ ৪ শতাধিক নারী-পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগ দিয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৮ টায় দিনাজপুর সদর উপজেলার পূর্ব পারগাঁও গ্রামের সংখ্যালঘুসহ ৪শতাধিক নারী-পুরুষ জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন। পূর্ব পারগাঁও প্রাণ কুমার উচ্চ বিদ্যালয় মাঠে ফাজিলপুর ইউনিয়ন শাখা বিএনপি এ অনুষ্ঠান আয়োজন করে।
দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য দেবেশ চন্দ্র রায়ের নেতৃত্বে পূর্ব পারগাঁও ও বুড়িরহাট গ্রামের ৪ শতাধিক নারী-পুরুষ এসময় বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপি সব সময় দেশের জনগণের কল্যাণে কাজ করেছে। এ জন্য আজ সংখ্যালঘু পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিএনপিতে যোগ দিলেন।
তিনি বলেন, আজ যারা এখানে বিএনপিতে যোগ দিতে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বিএনপির পক্ষ থেকে স্বাগত ও সাধুবাদ জানাই। আগামী দিনগুলোতে আপনারা বিএনপির সাথে থেকে কাজ করবেন বলে আমার বিশ্বাস।
ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকররম হোসেন ও সহ-সভাপতি হাফিজুর রহমান সরকার।
ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলামের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলাই বসাক, সাংগঠনিক সম্পাদক মো. লতিফুর রহমান, বিএনপি নেতা মোবারক হোসেন ও মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।