ব্যবসা প্রতিষ্ঠান দখলের মামলায় গ্রেফতার হাজী সেলিম

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৪:০৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর চকবাজারে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুরসহ অবৈধভাবে নতুন ভবন নির্মাণের অভিযোগে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ সোমবার পুলিশ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্টে ‘দীন অ্যান্ড সন্স’ নামের ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুর করে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগে চলতি বছরের ২৮ আগস্ট লালবাগ থানার পোস্তা এলাকার বাসিন্দা ভুক্তভোগী মনিরুল ইসলাম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলায় হাজী সেলিমসহ ১৪ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে পুলিশ গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন স্যান্টনার ও রবীন্দ্র
সারা দেশে টাইফয়েডের টিকা পেল ১৬ লাখ ৫৫ হাজার শিশু
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
মিরসরাইয়ে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক ও হেলপার গ্রেফতার
চমেক হাসপাতালে এসির কম্প্রেসার বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ 
চট্টগ্রামে এলজি ও কার্তুজসহ গ্রেফতার ১
মুন্সীগঞ্জে তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা
প্রধান উপদেষ্টার পুরোনো বক্তব্যের আংশিক ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
যশোরে ইয়াবাসহ একজন আটক 
গাজা-মিশর সীমান্তে ইইউ’র নজরদারি পুনরায় শুরু হচ্ছে 
১০