গাজা-মিশর সীমান্তে ইইউ’র নজরদারি পুনরায় শুরু হচ্ছে 

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৩২

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিকে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার থেকে গাজা ও মিশরের মাঝে রাফাহ সীমান্তে তাদের বেসামরিক নজরদারি মিশন পুনরায় চালু করতে যাচ্ছে।

সোমবার ব্লকটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এ তথ্য জানিয়েছেন।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের প্রথম দল মুক্তি পাওয়ার পর কালাস এক্স-এ লিখেন, ‘ইইউ তার দায়িত্ব পালনে প্রস্তুত। এই মিশন যুদ্ধবিরতিকে সহায়তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

২৭টি দেশের জোট ইইউ ২০০৫ সালে রাফাহ সীমান্ত তদারকিতে বেসামরিক মিশন চালু করে। তবে ২০০৭ সালে স্বাধীনতাকামী হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর মিশনটি স্থগিত করা হয়।

ইইউবাম নামের এই নজরদারি মিশনের উদ্দেশ্য হলো রাফাহ সীমান্তে একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের উপস্থিতি নিশ্চিত করা। এতে ইতালি, স্পেন ও ফ্রান্সের পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। জানুয়ারিতে মিশনটি সংক্ষিপ্তভাবে পুনরায় চালু করা হলেও মার্চে আবার স্থগিত করা হয়।

জিম্মিদের মুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়ে কালাস বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শান্তির পথে এই গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব করেছেন’।

অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, গাজায় যুদ্ধের অবসান চূড়ান্ত করতে সোমবার মিশরের অবকাশ কেন্দ্র শারম আল-শেখে শহরে অনুষ্ঠিত সম্মেলনটি হবে ‘ঐতিহাসিক মাইলফলক’।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া শান্তি পরিকল্পনাকে ইইউ পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমরা এই পরিকল্পনার সফলতা নিশ্চিত করতে আমাদের সব সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। যার মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন ও সংস্কার প্রক্রিয়ায় সহায়তাও অন্তর্ভুক্ত।’

ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোর কাউন্সিলের প্রধান আন্তোনিও কোস্তা শারম আল-শেখ সম্মেলনে জোটটির প্রতিনিধিত্ব করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০