নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন স্যান্টনার ও রবীন্দ্র

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৮

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইনজুরি থেকে সুস্থ হওয়ায় নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রকে নিয়েই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। 

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাবার পর বেছে বেছে সিরিজ খেলছেন তিনি। এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন উইলিয়ামসন। 

উইলিয়ামসনের ছোট ইনজুরি সমস্যাও আছে বলে নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও উইলিয়ামসন দলে ফিরবেন বলে জানিয়েছেন ওয়াল্টার। 

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট ও ২৫ রান করায় দলে জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার জেমি নিশাম। 

দল থেকে বাদ পড়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১২৮ ম্যাচ খেলা স্পিনার ইশ সোধি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক ম্যাচে বল করার সুযোগ পান তিনি। ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সোধি। 

ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি বেন সিয়ার্স, ফিন অ্যালেন, এডাম মিলনে, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস ও লুকি ফার্গুসনকে। তাই খর্ব শক্তির দল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড। 

আগামী ১৮ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে তিন ম্যাচের সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এরপর ২৬ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। 

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও টিম সেইফার্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হৃদয়কে গুলি করে হত্যার হৃদয়বিদারক দৃশ্য ট্রাইব্যুনালে
নভেম্বর থেকে চালু হচ্ছে ‘ইন্টারঅপারেবল’ লেনদেন : বাংলাদেশ ব্যাংক
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে কারাদণ্ড
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
গণমাধ্যম পুরস্কার পেলেন ১৫ সাংবাদিক
ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের ১৭তম সভা শুরু
গুয়াতেমালার কারাগার থেকে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ২০জন পালিয়েছে
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ৮৬৯
নবীন কর্মকর্তাদের হতে হবে জনবান্ধব ও সেবামুখী : ভূমি সচিব
ঝালকাঠিতে দুদকের ১৮৬তম গণশুনানি 
১০