ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সহ-সম্পাদক মো. জুবায়ের ইবনে কামালের মা সাজিয়া কামাল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মরহুমার পরিবারের সদস্যরা জানান, স্ট্রোকের ফলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়া সাজিয়া বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। রোববার দিবাগত রাত ২টার দিকে শনির আখড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার নামাজে জানাজা সোমবার সকাল ১০টায় শনির আখড়ার কুদার বাজার এলাকার মুরাদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে রাজধানীর জুরাইন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।