যশোর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস):জেলায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ব্যাপারে আজ সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আটক মহিবুর রহমান রিমন (৩১) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডু থানা এলাকার মাছিজিদ্দা গ্রামের শাহ আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মনোহরপুরে যশোর-মাগুরা সড়কে মেসার্স সিদ্দিক
বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে সোহাগ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম সেখানে অভিযান চালায় এবং বাসটি থেকে মহিবুর রহমান রিমন নামে এক যুবককে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবা ও আটক রিমনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে এ ব্যাপারে মামলা করা হয়েছে বলে জানান উপপরিচালক।