মাদারীপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতেমা আজরিন তন্বী ও অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি গ্রহণ জরুরি। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।