টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৪:০৮ আপডেট: : ১৩ অক্টোবর ২০২৫, ১৬:১১
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

টাঙ্গাইল, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন, জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, এনজিও কর্মকর্তা  ওমর ফারুক জোবায়ের প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, দুর্যোগের প্রধান দুটি দিক হলো প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। এই সব দুর্যোগ মোকাবেলায় আমাদের পূর্বে থেকে প্রস্তুতি নিতে হবে। দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি ভালো হলে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে ।

তিনি জানান, বেশি করে গাছপালা কেটে ফেলার কারণে পরিবেশ বিপর্যয় নেমে আসছে।  অন্যদিকে বায়ুমন্ডলের ওজন স্তর কমে যাওয়ার ফলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বাড়ছে। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রাকৃতি দুর্যোগ মোকাবেলা করতে হবে।

আলোচনা সভায় ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর সদস্য সহ  প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত  ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন স্যান্টনার ও রবীন্দ্র
সারা দেশে টাইফয়েডের টিকা পেল ১৬ লাখ ৫৫ হাজার শিশু
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
মিরসরাইয়ে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক ও হেলপার গ্রেফতার
চমেক হাসপাতালে এসির কম্প্রেসার বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ 
চট্টগ্রামে এলজি ও কার্তুজসহ গ্রেফতার ১
মুন্সীগঞ্জে তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা
প্রধান উপদেষ্টার পুরোনো বক্তব্যের আংশিক ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
যশোরে ইয়াবাসহ একজন আটক 
গাজা-মিশর সীমান্তে ইইউ’র নজরদারি পুনরায় শুরু হচ্ছে 
১০