পটুয়াখালী, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে, রাঙ্গাবালী উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা অজিত দেবনাথের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার এসএম শাহাদাত হোসেন রাজু, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, সিপিপির টিম লিডার সফিকুল আজম মুকুল প্রমুখ সহ উপজেলার প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।