কক্সবাজার, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : কক্সবাজারে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা প্রচারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠক করেছে দলটির জেলা কমিটি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে চারটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক লুৎফুর রহমান কাজল বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন। এসময় জেলাসহ ঈদগাঁও-এর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।