হবিগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : হবিগঞ্জ শহরে জামায়াতকর্মী মহিবুর হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শফিকুল আলম চৌধুরীসহ ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক সৈয়দ মো: কায়সার মোশারফ ইউসুফ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরাহলো, জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের শফিকুল আলম চৌধুরী, তার ভাই শাহিদুল আলম আফিক, জাহাঙ্গীর আলম, সেবুল মিয়া, রুবেল মিয়া, শামীম মিয়া, শামসুল হক ছরফুল, মকসুদ মিয়া, তারা মিয়া, রতিকা দাশ, ছায়েদ মিয়া, নাহিদ মিয়া, আব্দুল মুকিত, শাহজাহান ও আলমগীর মিয়া।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ জুন রাতে স্থানীয় পুরান মুন্সেফী পুকুরপাড়ে নিহত মুহিবুর রহমানকে ডেকে নিয়ে যায় তার চাচাতো ভাই জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীসহ অন্য আসামিরা। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে আসামিরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে শফিকুল আলম চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘতদন্ত করে ২০১৫ সালে ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর ২০১৭ সালের ১০ আগস্ট ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়।
বিষয়টি নিশ্চিত করে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলজার খান জানান, এটি আলোচিত মামলা ছিল। আজ বিচারক ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও শফিকুল আলম চৌধুরীর আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি।
অপর দিকে আসামিপক্ষের স্বজনরা জানিয়েছেন, তাদের ফাঁসানো হয়েছে। শিগগির উচ্চ আদালতে আপিল করা হবে।