গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:২৯

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইসরাইল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর সোমবার মিশরের শারম আল-শেখে অনুষ্ঠিত গাজা শীর্ষ শান্তি সম্মেলনে বিশ্বনেতারা একত্রিত হন। ওই সম্মেলনে উপস্থিত একমাত্র নারী ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘সুন্দরী’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনবার বিবাহিত ৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, মঞ্চে তার পিছনে দাঁড়িয়ে থাকা কট্টর-ডানপন্থী নেএী মেলোনি সম্পর্কে মন্তব্য করার কারণে যৌন অসদাচরণের অভিযোগে তার অভিযুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বক্তৃতার সময় ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে মেলোনির প্রতি ব্যক্তিগত মন্তব্য করেন। তিনি বলেন, 'আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ, যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।' 

তিনি বলেন, ‘তবে  আমি আমার সুযোগ নেব।’

এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, 'আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে চাই — আপনি সত্যিই সুন্দরী। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না। 

মেলোনির তাৎক্ষণিক অভিব্যক্তি অবশ্য দেখা যায়নি। কারণ, ট্রাম্পের পিঠ ক্যামেরা আড়াল করে রেখেছিল।

ট্রাম্প অভিবাসন এবং সাংস্কৃতিক ইস্যুতে আদর্শিক মিত্র মেলোনিকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, ‘ইতালিতে তাকে সত্যিই সম্মান করে। তিনি একজন অত্যন্ত সফল রাজনীতিবিদ।’

শীর্ষ সম্মেলনে ট্রাম্পের পিছনে মঞ্চে জড়ো হওয়া প্রায় ৩০ জন নেতার মধ্যে মেলোনিই ছিলেন একমাত্র নারী, যেখানে তারা গাজার শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।

ট্রাম্প এর আগেও যৌন অসদাচরণমূলক মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড
নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে: আলতাফ হোসেন চৌধুরী
সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের ১৯ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ
মানসম্মত পণ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব বিএসটিআই’র
নীলফামারীতে টিকা পাবে ৫ লাখের বেশি শিশু
নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে বিএনপি : সেলিমা রহমান
গণভোট ও জাতীয় নির্বাচন পৃথকভাবে আয়োজন বিশৃঙ্খলা সৃষ্টি করবে : রুহুল কবির রিজভী
আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবে ইসি
মিরপুরে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার: নিয়ন্ত্রণে ১২ ইউনিট
আবারো একাদশ থেকে বাদ জামাল, ফিরেছেন শমিত, জায়ান
১০