সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বান্দরবানে

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:২৭
সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদ জানানো হয়েছে বান্দরবানে। ছবি: বাসস

বান্দরবান, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদ জানানো হয়েছে বান্দরবানে।  

আজ মঙ্গলবার দুপুরে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরাও অংশ নেন।

বক্তারা বলেন, সম্প্রতি এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাতসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মিত হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তাই বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, সাংবাদিক বাটিং মারমা, রিজভী রাহাতসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই কৃত্রিম টার্ফ উদ্বোধন
সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা
ঢাবি কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৫৬ শিক্ষার্থী ও ১০ শিক্ষক
সরকার নবম-দশম শ্রেণির প্রায় ৫.৫৫ কোটি পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ করবে
মাদাগাস্কার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার আগে সংসদ ভেঙে দিলেন
গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক
কয়রায় যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আটক
সাতক্ষীরায় লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালা
স্কুল শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সেনেগালের সাবেক প্রেসিডেন্ট সাল-এর ভাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত
১০