নিষিদ্ধ বীজ ও ভ্যাকসিন বিক্রির অভিযোগে হিলিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৯ আপডেট: : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৭
চারটি ভেটেরিনারি ভ্যাকসিন ও ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৮ হাজার টাকা জরিমানা আদায় । ছবি: বাসস

দিনাজপুর, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার হাকিমপুরে ভারতীয় ভেটেরিনারি বীজ ও ভ্যাকসিন বিক্রির অভিযোগে চারটি ভেটেরিনারি ভ্যাকসিন ও ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জেলার হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী হিলি স্থলবন্দরের চারমাথা মোড়, সাতকুড়ি, বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে চারটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, অবৈধভাবে ভারত থেকে আনা নিষিদ্ধ ভারতীয় গরু-ছাগলের বীজ দেশীয় বিভিন্ন প্রাণীকে দেওয়া হচ্ছে। সেই সাথে প্রাণীর বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ রোধে যেসব ভ্যাকসিন রয়েছে, সেগুলো ভারত থেকে চোরাই পথে এনে প্রাণীকে দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে হাকিমপুর উপজেলা এলাকায় অভিযান চালানো হয়। 

তিনি বলেন, যেসব ভ্যাকসিন প্রাণীকে পুরোটা এক সাথে দেওয়ার নিয়ম রয়েছে, বিক্রয় প্রতিষ্ঠানগুলো সেসব ভ্যাকসিন অর্ধেক পুশ করে অবশিষ্ট অংশ ফ্রিজে সংরক্ষণ করছে। ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি ভ্যাকসিন দুটি প্রাণীকে পুশ করার একাধিক অভিযোগ রয়েছে। এসব অপরাধে চারটি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও তাদের দোকানে সংরক্ষণ করা ভারতীয় ভ্যাকসিন ও বীজ জব্দ করা হয়েছে। এসব বীজ ও ওষুধের গুণগতমান পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা
হবিগঞ্জে হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন
ইতালিতে উচ্ছেদের সময় বিস্ফোরণে তিন পুলিশ নিহত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা
গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
নড়াইলে শিশু অধিকার সপ্তাহের সমাপনী
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বান্দরবানে
বরিশালে বিশ্ব মান দিবস পালন
১০