সিরাজগঞ্জে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:০৩
অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদে মাঝে পুরস্কার বিতরণ । ছবি: বাসস

সিরাজগঞ্জে, ১৪ অক্টোবর, ২০২৫  (বাসস) : জেলায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

আজ মঙ্গলবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ সালের  এই উৎস ও প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। 

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ)মো. শাহাদাত হুসেইন।

জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক ফারুক আহমেদ,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাশেম ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট সহ আরও অনেকে।

সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪৩ জন,বাগবাটি রাজিব পুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের  ১৫ জন,সদরের শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২  জন  ও মিরপুর প্রতিবন্ধী  বিদ্যালয়ের ১০ জন মোট ৮০ জন শিক্ষার্থী ছেলে মেয়েরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন খেলাধূলা ছাড়াও শিশুরা যেমন খুশী তেমন সাজো,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে।

পরে বিজয়ীদের সহ অংশগ্রহণকারী সকল অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই কৃত্রিম টার্ফ উদ্বোধন
সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা
ঢাবি কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৫৬ শিক্ষার্থী ও ১০ শিক্ষক
সরকার নবম-দশম শ্রেণির প্রায় ৫.৫৫ কোটি পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ করবে
মাদাগাস্কার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার আগে সংসদ ভেঙে দিলেন
গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক
কয়রায় যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আটক
সাতক্ষীরায় লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালা
স্কুল শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সেনেগালের সাবেক প্রেসিডেন্ট সাল-এর ভাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত
১০