সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৭ আপডেট: : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৯

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে দেশের সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা নির্দিষ্ট আমলী এলাকার অপরাধসমূহ আমলে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পাঠানো মামলাগুলোর বিচার করে থাকেন। আমলে নেওয়ার পাশাপাশি একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের তদন্ত তদারকি, তদন্তে সহায়তা, জামিন শুনানি, রিমান্ড শুনানি, বিভিন্ন বিশেষায়িত আইনের অধীনে সামারি কোর্ট পরিচালনা, অ্যাফিডেভিট সম্পাদনাসহ নানাবিধ কাজ করে থাকেন।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'আমলি আদালতের বিভিন্ন কর্ম ব্যস্ততার কারণে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা দৈনিক কর্মঘণ্টার মধ্যে তার বিচারিক কাজে পর্যাপ্ত সময় দিতে পারেন না বিধায় সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা আবশ্যক।'

এরূপ পেক্ষাপটে, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিদ্যমান ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে কিছু আদালতকে শুধুমাত্র বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত এবং কিছু আদালতকে শুধুমাত্র আমলি আদালত হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
১০